গাজীপুরে আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার।
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুরে আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে স্বর্নালঙ্কার, ডিবি পুলিশের জ্যাকেট, হাতকড়া সহ বিভিন্ন ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বুধবার সন্ধ্যায় ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তি এই সব তথ্য নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মোঃ নুরে আলম। তিনি আরো জানান, গত ১৯ সেপ্টেম্বর টঙ্গীর গাজীপুরা কাজী বাড়ি এলাকা থেকে ডিবি পরিচয়ে একজন স্বর্ণ ব্যবসায়ীকে অপহরন করে মালামাল লুটের ঘটনার ১০ দিন পর মামলার তদন্তভার নেয় মহানগর গোয়েন্দা পুলিশ। দ্বায়িত্ব নেয়ার ২৪ ঘন্টার মধ্যে ঢাকা জেলা ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ঘটনার সাথে জড়িত ৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো,মােঃ আসাদুজ্জামান পলাশ (৪০), অলিউর রহমান (৪০), আঃ হাকিম (৪০), রিপন আহাম্মেদ রবিন (৪০), মােঃ কামরুল ইসলাম (৩৬), মােঃ মােহন চৌকিদার (৫২), মােঃ বাচ্চু মিয়া (৪৫), এসময় তাদের কাছ থেকে লুষ্ঠিত স্বর্নালঙ্কার, সােনা ০৩ ভরি ০৩ আনা, রুপা- ১১ ভরি ০৭ আনা, নগদ ১০,০০০/টাকা, হ্যান্ডকাফ ০১ জোড়া, ডিবির জ্যাকেট ০২ টি, আসামীদের ব্যবহৃত ৭টি মােবাইল ফোন এবং অপরাধের কাজে ব্যবহৃত একটি হায়েস গাড়ী যাহার নম্বর- ঢাকা-মেট্রো-ট-১৯১৫২২ উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার(সদর জোন,অতিঃ দায়িত্ব এসি মিডিয়া), রিপন চন্দ্র সরকার, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) আবুসায়েম নয়ন,ডিবির পুলিশ পরিদর্শক ইব্রাহিম খলিলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।